About Us

  • এই ওয়েব সাইটটি একটি সংঘবদ্ধ ওয়েবসাইট।এটি কোনো ব্যক্তি মালিকানাধীন ওয়েবসাইট না। এখানে যারা অ্যাডমিন দায়িত্বে আছেন তারা সবাই নিজের পরিবারের সদস্যের মতো এবং সবাই নিজের ওয়েবসাইট ভেবেই নিজ নিজ দায়িত্বে কাজ করেন।
  • এখানে সাধারণত বিভিন্ন দেশে থাকা সবাই সবার অভিজ্ঞতা প্রকাশ করেন। অবশ্যই সামাজিকতা বজায় রেখে নিজ নিজ অভিজ্ঞতা গুলো সবাইকে জানান। এভাবে অনেকে উপকারিত হয় আবার নিজেরাও আনন্দিত হন।
  • কেউ ব্যবসা বাণিজ্য করে থাকে তার পরিচিতি এবং তার ব্যবসায়ী পণ্য ও এখানে প্রচার করা হয়।যেহেতু সবাই এখানে পরিচিত এবং পরিবারের সদস্যদের মতোই তাই যার যার ব্যবসায়ী প্রচারের বিস্তার অতি দ্রুত এবং বিশ্বাস যোগ্য হয়।
  • এখানে সবাই সব কাজ করতে পারেন না বিধায় (না জানার কারণ ,সময় সল্পতার কারণ ইত্যাদি) কাজ গুলো কিছু অংশে ভাগ করে কয়েকজন মিলে করা হয়।
  • পারিবারিক শৃঙ্খলা,সামাজিকতা,নিয়ম ইত্যাদি ভঙ্গ/নষ্ট করলে এবং ওয়েবসাইটের কোনো তথ্য পাচার করলে বা নষ্ট করলে তার সদস্যতা বাতিল করা হয় (আলোচনার মাধ্যমে)।